ধর্ম ডেস্ক: বাংলাদেশের অনেক অঞ্চলে শীতকালে গাছিদের খেজুর গাছ ভাড়া নেওয়ার প্রচলন আছে। পুরো শীতকালে খেজুরের রস সংগ্রহ ও বিক্রি করে যে টাকা আয় হয়, তা থেকে তারা ভাড়া পরিশোধ করে এবং বাকিটা তাদের মুনাফা হিসেবে থাকে।
শরিয়তের দৃষ্টিতে এভাবে গাছ ভাড়া দেওয়া-নেওয়া নাজায়েজ। কারণ এ ক্ষেত্রে ভাড়া নির্দিষ্ট হলেও রস কতটুকু সংগ্রহ করা যাবে তা অস্পষ্ট। ফলে গাছি বা গাছের মালিক দুই পক্ষেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈধ উপায়ে খেজুরের রস সংগ্রহ ও বিক্রি করার একটা পদ্ধতি এ রকম হতে পারে যে, রসের জন্য গাছ কাটা, প্রতিদিন রস লাগানো নামানো ইত্যাদি শ্রমের বিনিময়ে গাছিকে একটা নির্ধারিত পারিশ্রমিক দেওয়া হবে। রস যা সংগ্রহ করা যাবে সবই গাছের মালিকের থাকবে। গাছি নিতে চাইলে মালিকের কাছ থেকে কিনে নেবে।