প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গ্রামীন ব্যাংকের বাঙ্গালহালিয়া শাখার সহকারি ম্যানজার সেকান্দর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার রাত নয় টার সময় এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তি চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আবদুল গনির ছেলে বলে জানাগেছে ।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙ্গালাহলিয়ার তালুকদার বিল্ডিংয়ে গ্রামীন ব্যাংকের সহকারি ম্যানজারের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে তিনি মারা যান।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান। তিনি আরোও জানান, ঘটনাস্থলে তিনি সহ চন্দ্রঘোনা থানা এবং বাঙ্গালহালিয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্হা নেওয়া হবে।