প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এবং সন্ধ্যায় রাঙামাটি শহর ও সদর উপজেলার কুতুকছড়িতে এ দুটি সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাঙামাটির সাজেক থানা ছাত্র লীগের সভাপতি মোঃ রুবেল, রাঙামাটি শহরের চম্পক নগরের বাসিন্দা রুদ্র চাকমা ও উন্নয়ন বোর্ড এলাকার বাসিন্দা মোশারফ হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি থেকে একটি মোটর সাইকেল রাঙামাটি আাসার পথে সদর উপজেলার কুতুকছড়িতে বিপরীত দিকে থেকে যাওয়া একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হন সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ও তার সাথে থাকা ছাত্রলীগ নেতা মাহিম গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জরুরী বিভাগের লুভা চাকমা রুবেলকে মৃত ঘোষণা করেন এবং তিন নিহতের খবর নিশ্চিত করেন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গজর্ণতলী এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেখে আসা একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষহলে দুই মোটর সাইকেল আরহী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন শহরের বাসিন্দা রুদ্র খীসা ও মোশারফ হোসেন।
কোতয়ালী থানার ওসি তদন্ত ইমন বোস জানান, দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে । গাড়ীগুলো জব্দ করে থানার হেফাজতে রয়েছে ।