চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালতে মে মাসে ১৮৫টি মামলায় ১লক্ষ ৩৭ হাজার ৮৫০ টাকা জরিমানা
রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে মে মাসে ১৮৫টি মামলায় আসামী ২০৭ জনের ১লক্ষ ৩৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন। বিভিন্ন উপজেলায় ১৭টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসন সুত্রে জানান রাঙামাটি শহরে ৫৭ টি ভ্রাম্যমান আদালতে,সংক্রমন প্রতিরোধ নিয়ন্ত্রন, ১৮৮ ধারা ২৬৯ ধারায় দন্ডবিধি ও সড়ক পরিবহন আইন-২০১৮ তিনটি বিষয়ে জোর দিয়েছেন । অন্যন্যা আইনে বিভিন্ন সহকারী ম্যাজিষ্ট্রেট এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বলে প্রতিবেদকে জানান,সহকারী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম । সংক্রমন প্রতিরোধ নিয়ন্ত্রন আইনে অধিকাংশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার আবদুর রহমান,সহকারী কমিশনার সানজিদা মুস্তারী ও সহকারী কমিশনার অঞ্জন কুমার দাশ।
২২ মে ২০২১ খৃী:২জন পর্যাটক ৮ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়ার ম্যাজিষ্ট্রেট আবদুর রহমান। ২৯ মে পর্যাটক রাখার অপরাধে হোটেল প্রিন্স মালিককে ৩০ হাজারটাকা জরিমানা ও ম্যানজারকে ৩দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রাঙামাটিতে আবারো তৃতীয় দিনের মত ভ্রাম্যমান আদালতে পর্যটন ঝুলন্ত ব্রীজে ১৪ জনকে জরিমানা করা হয় । বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক ৩১ মে রবিবার ২০২১ খৃী. বিকাল ০৪.৩০ হতে ৬.৩০ পর্যন্ত পুরাতন বাস স্টেশন – দোয়েল চত্বর- পর্যটন ঝুলন্ত ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় পর্যটন ঝুলন্ত ব্রিজে অবস্থান করা ১৪ জনকে ১৪০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।পুরাতন বাস স্টেশন এলাকায় একটি হোটেলে পর্যটক অবস্থান করছে কিনা তা যাচাই করা হয়। তৃতীয় দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়ার ম্যাজিষ্ট্রেট আবদুর রহমান ও পেশকার নজরুল ইসলামসহ পুলিশের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।