প্রত্যয় ডেস্ক, রাঙামাটি প্রতিনিধিঃ “আওয়ার লাইভ,“আওয়ার হেল,আওয়ার ফিউচার” প্রকল্পের রাঙামাটিতে হিল ফ্লাওয়ার ৩০ টি গার্লস ক্লাবের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হল। ইউরোপিয়ান অর্থায়নে হিল ফ্লাওয়ার এলাকায় নিয়োগ প্রাপ্ত ৩০ জন মেন্তরদের জীবন দক্ষতা এবং ক্লাব পরিচালনার প্রশিক্ষণ প্রদান করেন।
২১ সেপ্টেম্বর স্থানীয় হোটেল সাবারাং এ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নিবার্হী কর্মকর্তা সুর্বণা চাকমা, হিল ফ্লাওয়ার নিবার্হী কর্মকর্মা নীলু কুমার তংচঞ্চজ্ঞ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রশিক্ষণ পরিচালনা করেন বিএনপিএস এর মাষ্টার টেইনার রিমি চাকমা, হিল ফ্লাওয়ার টেইনার এপ্পপি চাকমা, পিএফ প্রমিলা তংঞ্চজ্ঞ্যা ও সুজাতা তংঞ্চজ্ঞ্যা ।
রিপোর্টঃ চৌধুরী হারুনুর রশীদ