প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ মো. রুবেলের ময়না তদন্ত শেষে বুধবার দুপুরে মরদেহ তার নিজ বাড়ী সাজেকের বাঘাইহাটে পৌঁছালে জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। রাঙামাটি সাংসদ ও খাদ্যমন্ত্রনালয়ের সংসদীয় কমিটি সভাপতি দীপংকর তালুকদার এমপির নির্দেশে রুবেলকে শেষ বারের মত দেখতে যান রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা হাজী মোঃ মুছা মাতব্বর, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জমির হোসেন জমির, বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ সহ ভিড় করেন সাজেকের পাহাড়ী ও বাঙ্গালীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ। ব্যক্তি জীবনে রুবেল খুবই বিনয়ী স্বভাবের ছিলেন। পরে বিকাল ৪ টায় বাঘাইহাট কেন্দ্রিয় কবর স্থানে তাকে দাফন করা হয়।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ও জেলার পৌর শহরে পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় মোহাং মোসারফের জানাযার মাধ্যমে শেষ বিদায় দেয়া হয়। মোঃ রুবেল মঙ্গলবার সন্ধায় মোটরসাইকেল যোগে সাজেক থেকে রাঙামাটি যাওয়ার পথে অটোরিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান।
মোসারফ রাঙামাটি শহরে কাঠালতলী কাকলী সিনেমার হলের সামনে সিএনজিকে সাইট দিতে দিতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় ।
ময়না তদন্ত শেষে বুধবার জোহরের নামাজের পর মরদেহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাযা নামাজে অংশগ্রহন করেন বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ আত্বীয় স্বজন। পরে তবলছড়ি কবরস্থানে দাফন করা হয়।