চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি : রাঙামাটি জেলা প্রশাসকের কার্য্যলয়ে আইন শৃংখলা সভায় প্রধান অথিতি বক্তব্য সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেছেন ,যতযত্র গাড়ী গুলো পাকিং করা হচ্ছে, রাঙামাটি শহরে চট্ট্রগ্রাম –বনরুপা-তবলছড়ি –রির্জাভ বাজার যেইদিকে যায় রাস্তা একটাই ,কাজেই মেয়র সাহেব অনুরোধ করবো জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে একটা শৃংখলা আনা যায় কিনা।
আগামী পৌর নির্বাচনের আগে ফুটপাত ও বাজার মুখে সড়ক ওপর সকল ফল এবং তরকারী ভাসমান দোকানগুলি সরিয়ে ফেলতে হবে। এতে পৌরনির্বাচনে কোন ধরনের প্রভাব পড়বে না । আগে পর্যাটন শহর হিসাবে গুরুত্ব দিতে হবে। রাঙামাটিতে সিএনজি ও ময়লা আর্বজনা থাকলে পর্যাটক কম আসবে।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলমগীর কবির , জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজমান মহসিন (রানা) জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দে, উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জমান রোমান,পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রিজিয়ন কমান্ডার প্রতিনিধি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন ।