রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সবুজ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাচালং বাজারে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী রোববার সকালে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পর দুপুরে অভিযান চালিয়ে আসামি মো. সবুজকে (২৬) গ্রেফতার করে পুলিশ। সবুজ উপজেলার চৌমুহনী বাজারে অবস্থিত কাচালং গ্লাস হাউজের স্বত্ত্বাধিকারি বলে জানা গেছে।
বাঘাইছড়ি থানার আনোয়ার হোসেন খান আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মামলা দায়েরের পর দুপুরে থানা পুলিশের তৎপরতায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।