নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ । তারই ধারাবাহিকতায় কলেজ কলেজ মন্ত্রী পাড়ায় লোকাশীষ চাকমার বিল্ডিং এ নতুন মেইন লাইন সরানোর জন্য বিদ্যুৎ বন্ধের নোটিশ ও মাইকিং করা হয়নি।
সরেজমিনে মন্ত্রীপাড়া গিয়ে দেখাগেছে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে জসিম নামে একজন শ্রমিক কাজ করছে । শ্রমিক জসিম থেকে জানা গেলো লাইন সরানোর কাজ করছে সহকারী প্রকৌশলী আতিক । ঘটনাস্থলে কোন প্রকৌশলী ছিল না,কোন দুর্ঘটনার হলে দায় দায়িত্ব কে নিবে আরো এক উপসহকারী প্রকৌশলী এরশাদ প্রশ্ন করা হলে তিনি জানান,আমি কিছু জানি না, কলেজ গেইট এলাকা আমার সাইট নয়। পরে কলেজ গেইট এলাকার দায়িত্বে থাকা উপসহকারী ছরওয়ার আলম জানান, আমি কয়েকদিন ধরে অসুস্থ কিছুই জানি না।
উল্লেখ্য,গত বছর রাঙামাটি টিএন্ডটি মসজিদের সামনে সঞ্চালন লাইন বন্ধ করে কাজ করানোর সময় বিদ্যুৎ লাইনে হলে এক ব্যক্তি মৃত্যু হলে শ্রমিকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় ।
এদিকে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগ সুত্রে জানা গেছে, সহকারী প্রকৌশলী আতিক কাপ্তাই আবাসিক প্রকৌশলী যোগদান করেও রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগে দায়িত্ব দিয়ে এই ধরনের অবৈধভাবে কাজ করে যাচ্ছে । সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নিয়ম থাকলেও মাসের পর মাস ফাইল আটকিয়ে রাখা হয়। কোন গ্রাহক অনলাইনে আবেদন করার পর মোবাইলে মেসেজ চলে যায়। ফাইলের সকল কাগজপত্র সম্পন্ন হওয়ার পরও সংযোগ নিতে হয়রানী করার অভিযোগ আছে। এই বিষয়ে বিদ্যুৎ বিতরণ কতৃপক্ষ নীরব ভুমিকা পালন করছে। অথচ কাপ্তাই আবাসিক প্রকৌশলী পুরোদমে রাঙামাটি বিদ্যুৎ অফিসে সকল ধরনের কাজ করতে দেখা যায়।
রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নিবার্হী প্রকৌশলী মো: সাইফুর রহমান বলেন, বিদ্যুৎ বিভাগের অনুমতি কাজ করছে ।
রাঙামাটি বিদ্যুৎ বিভাগের তক্তাবধায়ক প্রকৌশলী মো:কামাল উদ্দীন বলেন নিয়ম মেনে কাজ করার কথা ,বিদ্যুৎ বন্ধের মাইকিং ও নোটিশ করা হয়নি কেন জানতে চাইলে বলেন এটা অন্যায় হয়েছে তাদের। পরে তিনি বলেন আমি খোজ নিয়ে দেখছি ।