নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের অভিযোগে ছয় ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসকল জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
র্যাব-৪-এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, অভিযানে রাফসান ড্রাগ হাউজ-১-এর ম্যানেজার রবিউল ইসলামকে ১ লাখ ২৫ হাজার টাকা, মদিনা ড্রাগ হাউজের মালিক হাজী আব্বাস উদ্দিনকে ৭৫ হাজার টাকা, নূর মেডিকেল হলের মালিক মো. ইসমাইল ২৫ হাজার টাকা, সৈয়দ ফার্মেসির মালিক মো. এনামুলকে ২ লাখ ৫০ হাজার টাকা, লাকি ফার্মেসির মালিক জ্যোতিশ চন্দ্র অধিকারীকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও বেশ কিছু ফার্মেসি থেকে তিন লাখ টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মংয়ের নেতৃত্বে র্যাব-৪-এর একটি চৌকস দলকে নিয়ে এ অভিযান পরিচালিত হয়।