নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালীতে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। ওয়াসার লাইনে পানি আসলেও তা নোংরা দুর্গন্ধ। হাজারো বাসিন্দা পড়েছেন চরম ভোগান্তিতে। এলাকার সর্বত্রই এখন পানি সংকট নিয়ে আলোচনা। এলাকার মসজিদ গুলোতেও পানি পাওয়া যাচ্ছে না। পানি সংকট মোকাবেলায় মসজিদ গুলোতে ডিপ মেশিন লাগাচ্ছে।
জানা গেছে, ওয়্যারলেস গেইট, টি.বি. গেইট, হাজাড়িবাড়ী, টিএন্ডটি কলোনি, দক্ষিণপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে বাসাবাড়ির লাইনে পানি না পাওয়ায় বাসিন্দারা পড়েছেন চরম সংকটে। ভুক্তভোগীদের অভিযোগ, ওয়াসা অফিসে অভিযোগ করেও প্রতিকার মিলছে না।
ভুক্তভোগীরা বলছেন, অনেক দিন ধরেই লাইনে পানি নেই। এমন কষ্ট সহ্য করা যায় না। তার ওপর কিছু দিন ধরে তীব্র গরম। পানির সংকটে অস্থির তারা।
এদিকে বাধ্য হয়ে যারা ওয়াসার গাড়ি থেকে পানি কিনছেন, সেখানেও ৫০০ টাকার বদলে ৬০০-৮০০ টাকা আদায় করা হচ্ছে। ঠিক সময়ে আসছে না পানির গাড়ি।
বাসিন্দারা বলছেন, পানির অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবনধারণের অতীব প্রয়োজনীয় পানির অভাবে রান্নাবান্না বন্ধ হয়ে গিয়েছে অনেক বাসাবাড়িতে। এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে।
ওয়াসা সূত্রে জানা গেছে, ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায়, কিছু কিছু এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ আগষ্ট, পানির সংকট নিরসনের দাবিতে সরকারি তিতুমীর কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল মহাখালীর বাসিন্দারা।