সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী প্রতিনিধিঃ সারা পৃথিবী আক্রান্ত করোনার ভয়াল দংশনে। পৃথিবীর মানুষ অস্থির বাঁচিবার স্লোগানে। সবার একই কথা কখন পৃথিবীটা হবে করোনামুক্ত। কখন পৃথিবীটা ফিরবে স্বরূপে।
করোনা ভাইরাস জনিত কারনে লক ডাউন চলছে রাজশাহীতে। তাই সাভাবিকভাবেই স্বল্প আয়ের মানুষের ঘরে হানা দিয়েছে খাবার সংকট। তাদের কর্ম নেই, তারা যাবে কোথায়। কিভাবে তারা লক ডাউনকে শ্রদ্ধা করবে।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) দামকুড়া থানা কমিটির ১৯৫ জন সদস্য কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এখন পর্যন্ত তাদের দিকে কেউ ফিরে তাকাইনি।
সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ ডলার আহমেদ ও কমিটির বুলবুল নামের আরও একজন বলেন, তাদের কমিটিতে ১৯৫জন সদস্য এখন কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সংগঠনের ১৯৫ জন সদস্যর পরিবারের সদস্য সংখ্যা ৮৮৮জন। এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ খবর নেইনি। তাদের পরিবারগুলো ক্ষুধার জ্বালায় ছটপট করছে। মুখ বুজে শুধুই কাঁদছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডলার আহমেদ আরো বলেন, সরকারী বেসরকারী কোন সহায়তা এখন পর্যন্ত তারা পাইনি। আমাদের পরিবারের মানুষগুলো কি না খেয়ে মরবে? প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে ডলার আহমেদ বলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসানের সাথে তারা দেখা করে তাদের দু:খের কথা জানিয়েছেন এবং হতাশ হয়ে ফিরেছেন।
বিষয়টি জানতে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসানের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
সংগঠনটির সদস্যরা বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয় রাজশাহীর সুদৃষ্টি কামনা সহ মানবিক সাহায্যের আবেদন করেন।