প্রত্যয় নিউজডেস্ক: একজনের ডাবল সেঞ্চুরি, অন্যজনের বিগ সেঞ্চুরি। এই ডাবল এবং বিগ সেঞ্চুরির কল্যানে সাউদাম্পটনের রোজবোলে সফরকারী পাকিস্তানের বিপক্ষে বিশাল স্কোর গড়ে তুলেছে স্বাগতিক ইংল্যান্ড। মোট কথা, পাকিস্তানের সামনে রানের এভারেস্ট দাঁড় করিয়ে দিয়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রায় দুইদিন ক্রিজে কাটিয়ে দিলো ইংলিশরা। তাতে স্কোরবোর্ডে রান উঠলো ৮ উইকেটে ৫৮৩। এরপরই ইনিংস ঘোষণা করলেন ইংলিশ অধিনায়ক জো রুট। সৌজন্যে জ্যাক ক্রলির ডাবল সেঞ্চুরি। ২৬৭ রানের বিশাল এক ইনিংস খেললেন তিনি। আর ৩৩টি রান করতে পারলে হয়তো ক্যারিয়ারে কোনো সেঞ্চুরিছাড়াই ট্রিপল সেঞ্চুরির মালিক হয়ে যেতেন ক্রলি।
এখনও পর্যন্ত ক্রলি খেলছেন মাত্র ৮ম টেস্ট। আগের ৭ টেস্টে জ্যাক ক্রলির সর্বোচ্চ রান ছিল মোটে ৭৬। এবার সাউদাম্পটনে এসে মাত্র ৮ম টেস্টে পেলেন প্রথম সেঞ্চুরির দেখা। শুধু সেঞ্চুরিই নয়, সেটাকে নিয়ে গেলেন ডাবল সেঞ্চুরিতে। শেষ পর্যন্ত ২৬৭ রান করে আউট হন তিনি।
জ্যাক ক্রলি ছাড়া জস বাটলার খেলেন বিগ ইনিংস। ১৫২ রান করে ফওয়াদ আলমের বলে আউট হয়ে যান বাটলার। এছাড়া ক্রিস ওকস করেন ৪০ রান। ডোম বেজ অপরাজিত থাকেন ২৭ রানে। স্টুয়ার্ট ব্রড করেন ১৫ রান। শেষ পর্যন্ত ৫৮৩ রানে ইনিংস ঘোষণা করে দ্বিতীয় দিন শেষ বিকেলে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক জো রুট।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ এবং ফাওয়াদ আলম। ১টি করে উইকেট নেন নাসিম শাহ এবং আসাদ শফিক।
জবাবে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষ বিকেলে তারা ব্যাট করেছে মাত্র ১০.৫ ওভার। ২৪ রান তুলতে হারিয়েছে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে। ওপেনার শান মাসুদ আউট হয়েছেন ৪ রান করে। আবিদ আলি আউট হন ১ রান করে। বাবর আজম করেন ১১ রান।
৩ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমেও বিপর্যয় রোধ করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। দিনের শুরুতে মাত্র ৬ রান যোগ করতেই বিদায় নেন আসাদ শফিক। তিনি করেন মাত্র ৫ রান।
একে একে প্রতিষ্ঠিত চার ব্যাটসম্যানকে হারিয়ে এখন দারুণ বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। অধিনায়ক আজহার আলি চেষ্টা করছেন দলকে বাঁচানোর।
এ রিপোর্ট লেখার সময় আজহার আলি ব্যাট করছিলেন ৮ রানে। ১১ বছর পর দলে ফেরা ফওয়াদ আলম ব্যাট করছেন ২ রানে। পাকিস্তানের রান ৪ উইকেট হারিয়ে ৩৬। এখনও ইংল্যান্ডের চেয়ে তারা পিছিয়ে রয়েছে ৫৪৭ রান।