1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

লন্ডনে বিদেশী শিল্পীদের নিয়ে প্রথমবার কবি নজরুলের জীবনী নিয়ে নাটক

  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৫৬১ Time View

বিনোদন প্রতিবেদক:  এই নাটকের অগ্রগতি নিয়ে মুঠো ফোনে কথা হয় লন্ডনের আন্তর্জাতিক নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ সাথে। তিনি বলেন আজ আমি দুজন অভিজ্ঞ ও গুনী পরিচালকের কথা বলছি যারা দিনরাত কাজ করে যাচ্ছেন নাটকটিকে সাফল্যমন্ডিত করার জন্য। তবে এই নাটকের সাথে যারা কাজ করছেন প্রত্যেকেই নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন সফল করার জন্য। এজন্য আমি সুরবন্ধনের পক্ষ থেকে সকল কলাকুশলীদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।

আমার বাম দিকে আছেন লুসি রহমান। যার সম্পর্কে আমি বলার মত কোন সাহস রাখি না। যেহেতু নিউজ দেওয়ার অনুমতি বা দায়িত্ব আমাকে পরিচালকদের পক্ষ থেকে দেওয়া আছে তাই সাহস করছি।লুসি রহমান যার পরিচয় শুধু নজরুল সংগীত শিল্পী, নজরুল গবেষক, ইউরোপে আমরা ধন্য তাঁরমত গুনি মানুষের সান্নিধ্যে আমরা পাইতেছি।এই নাটকের পুরো মিউজিকের দায়িত্ব পালন করছেন তিনি। বিশাল একটি দলের একক ও দলীয় নজরুল সংগীতগুলো কে কিভাবে করবে তিনি সাবলীলভাবে শিল্পীদের বুঝিয়ে দিচ্ছেন ও বার বার যত্নের সাথে করাচ্ছেন।তিনি অনেক ব্যস্ব বিলেতের অনেক অর্কেষ্টা দলের লিডিং দিতেছেন আবার সময় বের করে আমাদের কে তৈরি করতেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই নাটকের সাথে অনেক কে আছেন যারা বাংলা ভাষার সাথে যাঁদের কোন পরিচয় নেই সেই বিদেশিদের কে লুসি রহমান চমত্কারভাবে বাংলা দলীয় ও একক গান তুলে দিতেছেন। বিলেতের সকল নাগরিকদের বলবো নাটকটি উপভোগ করার জন্য লুসি রহমানের পক্ষ থেকে।

আমার ডানদিকে আছেন এই নাটকের পরিচালক, নাটকটির মুল লেখিকা,শিল্পী নির্বাচন, নজরুলের কোন কোন গান হবে তাঁর চিন্তাভাবনা করা, একজন সফল আইনজীবি, ভারতীয় বিদ্যাভবন(লন্ডন) থেকে ক্লাসিকাল মিউজিকের উপর প্রথম শ্রেনীতে উর্ত্তীন একজন মেধাবী সংগীত শিল্পী ও নাটকের উপর করা বহু কোর্স সম্পন্নকারী এই নাটকটির প্রান আমাদের শ্রদ্ধেয়া পিয়া মায়েনিন। যিনি না থাকলে আমরা নজরুলের এত সুন্দর ও মার্জিত নাটকে অভিনয় , গান বা নৃত্য করার সুযোগ পেতাম না।এত চমৎকার একজন মানুষ যার কাছে না গেলে বুঝতাম না যে মানুষ এত ভালো হয় কি করে।তিনি কখনও মা, কখনও বোন, কখনো পরিচালকের ভুমিকা পালন করে আমাদের তৈরি করতেছিল।তবে তাঁর এত ধৈর্য যা দেখে আমরা সব শিল্পীরাই অবাক হয়েছি।

মিউজিক দলের পরিচালক লুসি রহমান ও পিয়া মাইনিন ছাড়াও রয়েছেন বিলেতের একঝাঁক নামকরা শিল্পীরা ।এদের মধ্যে লুসি রহমান, লাবনী বড়ুয়া, শারমিন হক,পিয়া মায়েনিন ও মেহেবুব নাদিম (ডুয়েট),শিশু শিল্পী সান, সুনয়ন চৌধুরী,শিবলু রহমান,সয়ফুল, পিয়া মায়েনিন(একক) , সালমা,ব্রায়ান (স্কটিশ)ও নাজমুন তন্বী । নাজমুল তন্বী একজন প্রমিসিং নজরুল সংগীত শিল্পী। এছাড়া ও দলীয় সংগীত এ আমরা যারা অভিনয় করছি তারা সবাই অংশগ্রহন করবো।পিয়া মায়েনিন আপুর পক্ষ থেকে বিলেতের সকল নাগরিকদের নাটকটি থিয়েটার হলে গিয়ে দেখার আহ্বান করছি।

আন্তজাতিক নৃত্য শিল্পী মোহাম্মদ দ্বীপ বলেছেন আমরা অনলাইনে টিকিট দিয়েছি অল্প কিছু টিকিট আছে আপনারা সংগ্রহ করুন শিল্পীদের কাজ দেখুন। নাটকটি সাফল্যমন্ডিত করার জন্য দর্শকদের উপস্হিতি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..