দৈনিক প্রত্যয় ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। বিশ্বজুড়ে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। যা গত ৯ বছরের রেকর্ড।
এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে এমন দাম বেড়েছিল। তবে এবার সোনার দাম বাড়ার পেছনে নিরাপদ বিনিয়োগকে কারণ মনে করছেন বিশ্লেষকরা।
বুধবার যুক্তরাজ্যের বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স হয় এক হাজার ৮০০ দশমিক ৮৬ ডলার, যা গত সাড়ে আট বছরের মধ্যে সর্বোচ্চ দাম। এর আগে ২০১১ সালে সোনার দাম উঠেছিল ৯২১ দশমিক ১৮ ডলার।
গত বছরের শেষদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনাভাইরাস প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে ওঠে। আন্তর্জাতিক বাজারে সোনার এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও দাম বাড়ানো হয়।
এছাড়া, গত ফেব্রুয়ারিতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রেকর্ড ৬১ হাজার ৫২৭ টাকায় ওঠে। এছাড়া ২১ ক্যারেট ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের ৫৪ হাজার ১৭৯ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতিতে সোনার দাম নির্ধারণ হয় ৪১ হাজার ৪০৭ টাকা।
তবে মার্চে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়। এক ধাক্কায় দাম কমে প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে। এ পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়।
ডিপিআর/ জাহিরুল মিলন