জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। লিও ক্লাব অব জগন্নাথ ইউনিভার্সিটি নামের এই সংগঠনঠির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের (২০১৫-২০১৬) লিও মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৪ তম আবর্তনের (২০১৮-২০১৯) শিক্ষার্থী মেহেরাবুল ইসলাম সৌদিপ।
মঙ্গলবার (২১ জুলাই) এক (২০২০-২১) বছরের জন্য নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে সাবেক প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন লিও রায়হান আজিম, ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন লিও তৌহিদুল ইসলাম ও লিও মাহমুদা হোসেন মিম, ট্রেজারার হিসেবে রয়েছেন লিও লিঙ্কন ইসলাম।
নবগঠিত কমিটির প্রেসিডেন্ট লিও মোস্তাকিম ফারুকী বলেন, ধন্যবাদ সকলকে আমাকে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো। ক্লাবটির সেক্রেটারি মেহেরাবুল ইসলাম সৌদিপ বলেন, অতীতের ধারাবাহিকতা রক্ষা করে লিও ক্লাব অফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলকে সম্মিলিতভাবে মানব সেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবো। সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
সংগঠনটির উপদেষ্টা লায়ন কাজী জিয়া উদ্দিন বাসেত, লিও সুজন মিয়া এবং লিও শিরিন শায়লা নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। এর আগে ৩২ সদস্যের নতুন কমিটি চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য সুপারিশ করেন লিও ক্লাব অব জগন্নাথ ইউনিভার্সিটি এর প্রধান উপদেষ্টা লায়ন নজরুল ইসলাম সিকদার (জেলা গভর্নর ৩১৫এ -১) লায়ন ইঞ্জিনিয়ার নিখিল চন্দ্র গুহ (বিডিজি), লায়ন মোস্তুফা কামাল (এম জে এফ), লায়ন কমর উদ্দিন, লায়ন জাফর বাদশাহ, লায়ন সুশান্ত দত্ত সহ আরও অনেকেই।
এছাড়াও ক্লাব কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন, ক্লাব কো-অর্ডিনেটর লিও জাহিদ আহমেদ, প্রোটোকল অফিসার লিও আবেদ হোসেন, পাবলিসিটি অফিসার লিও আয়েশা আক্তার আহা, পাবলিক রিলেশন অফিসার লিও লুৎফুর নাহার লিজা, সিস্টার কো-অর্ডিনেটর লিও মিথিলা দেবনাথ ঝিলিক, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও এরিন রহমান তনু, জয়েন্ট সেক্রেটারি (প্রোজেক্ট) লিও ওমর ফারুক প্রিন্স, জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স) লিও মেহেদী হাসান, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও মুজাহিদ বিল্লাহ, জয়েন্ট ট্রেজারার (প্রোজেক্ট) লিও আরাফাত রহমান খান, জয়েন্ট ট্রেজারার (ফিন্যান্স) লিও আবদুল্লাহ সাকিব, জয়েন্টে ট্রেজারার (প্রোগ্রাম) লিও আরিয়ান রবিন সুমন, টিমার লিও গোলাম আলী খান, টেইল টুইস্টার লিও আবু সাইদ শাওন। ক্লাব চেয়ারপারসন লিও জান্নাতুল মাওয়া শশি, লিও ফাতেমা তুজ জোহরা ইমু, লিও মিজানুর রহমান, লিও কাজী জিলান আক্তার। মেম্বার হিসেবে রয়েছেন লিও নিপুন রায়, লিও অমিত পাল, লিও রাকিবুল ইসলাম, লিও নাদিয়া হোসেন ইমা, লিও সাদিয়া নওশিন বিনতে, লিও ফাওজিয়া আফিয়া জিনিয়া, লিও আসাদুজ্জামান সিফাত, লিও আসমা-উল-হোসনা অর্থী।