ওয়েব ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
১৪ থেকে ১৬ ডিসেম্বর ‘স্মৃতির বিজয়’ শীর্ষক তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, ফানুস উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।
চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক উন্মেষ আরিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া ১৪ থেকে ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘যারা ছিলেন, যারা আছেন’ ব্যানারে শহীদ বুদ্ধিজীবীদের সচিত্র জীবনী ও চলচ্চিত্র প্রদর্শনী করবে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখা। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাগীব নাঈম এ তথ্য জানান।