শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আনিসুর রহমান সার্বিক দিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র, এসআই/সারোয়ার হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি মির মহল্লাহ সাকিনস্থ মামা পীর মাজারের এলাকায় অভিযান পরিচালনা করলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ)/সায়োরার হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ৪৬ (ছয়চল্লিস) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ওজন অনুমান ৪.৬ গ্রাম, উদ্ধার করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আবু মিয়া (২২), পিতা- মৃত ফজলু মিয়া, মাতা- আঙ্গুরা বেগম স্থায়ী : গোনোইক, থানা- মাধবপুর, হবিগঞ্জ, র্বতমান : গ্রাম- টিকরীপাড়া (পীরের বাজার দোলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া) থানা- শাহপরান (রঃ), সিলেট বলে জানায়। উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-০৩, তারিখ-০৪/০৫/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়েছে।