জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এর তত্বাবধানে রোববার এ কর্মসূচী শুরু হয়। উক্ত কর্মসূচীর সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজীব সাহা। উক্ত কর্মসুচিতে সকল শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপি এই কর্মসূচী পালিত হয়।
চলমান ডেঙ্গু সচেতনতার অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বিভাগের বিভিন্ন স্থানে ইনডোর ট্রি-প্লান্ট স্থাপন করা হয়। এছাড়াও বিভাগের বিভিন্ন অংশে ম্যাপ, লেবেল ইন্ডিকেটর ও ওয়াল পেইন্টিং করা হয়।
শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের প্রত্যাশা অন্যান্য বিভাগও নিজ উদ্যোগে এধরণের আয়োজন করে ডেঙ্গু প্রতিরোধ এবং বিভাগের সৌন্দর্য্যবর্ধনের মাধ্যমে শিক্ষার মনোরম পরিবেশ তৈরীর ব্যাপারে উদ্যোগী হবে।