শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃতে দেশপ্রেমিক বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিটি সদস্য এবং তাদের দ্বারা আগ্রহী সুস্বাস্থ্যর অধিকারী রাজনীতিমুক্ত নতুন স্বেচ্ছাসেবক বাহিনী (বিশেষ করে বিএনসিসি এবং সিনিয়র স্কাউট) গঠন দ্বারা যদি প্রতিটি সেক্টরে সিভিল প্রশাসনকে সাথে নিয়ে একটা সুন্দর নিয়ম এবং কঠোর শৃঙ্খলায় এনে করোনা ভাইরাসের যুদ্ধে সরবচ্চ ক্ষতি এড়িয়ে এই ১৮ কোটি মানুষকে নিয়ে টিকে থাকা সম্ভব হয়।
আল্লাহ ভরসা।
এরমধ্যে সবই স্বাভাবিক ভাবে চলবে, সমস্যা হবেনা। এবং আশার কথা এরমধ্যে দুর্নীতিকেও চরমভাবে চপেটাঘাত করা যাবে। প্রত্যেকেই নিজনিজ কর্ম করে খাক। এনাফ ইস এনাফ।
আমার অপিনিয়ন!!
আমেরিকায় ছড়িয়ে পড়ার পিছেন নাকি তাদের জনগনের সরকারী প্রশাসনের কথার পাত্তা না দেওয়ার এই পরিনতি। প্রবাসী এক বড় ভাই বললেন, বাংলাদেশের মতো তো আর পিটায়ে আমেরিকার জনগনের ঘরে ঢুকানো সম্ভব না, যদি নিজ থেকে সাবধান না হয়।
আমার কাছে মনে হচ্ছে, বেশি গণতন্ত্র অনেক ক্ষেত্রে বিশাল ক্ষতির কারন হয়ে যায় কোন কোন সময়।