ওয়েব ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকাসহ দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
আরও জানা যায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (৫.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি
আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন
এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (৩ মার্চ) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।