প্রত্যয় বিনোদন ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনেতা মঞ্চসারথি আতাউর রহমান, দুই বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। গত কয়েকদিন ধরেই অসুস্থ আতাউর রহমান। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেন তরুণ গীতিকবি, লেখক ও রাজনীতিবিদ সুজন হাজং।
মঙ্গলবার নিজের ফেসবুকের দেওয়ালে মঞ্চসারথির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান স্যার করোনায় আক্রান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’ অন্যদিকে গত তিন-চার দিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। জ্বর না কমায় তার করোনা পরীক্ষা করা হয়। ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে সৌমিত্রের। শারীরিক অবস্থা খুব একটা অনুকূলে না থাকায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৫ বছর বয়সি এই অভিনেতা ও কবিকে। পরিবারের সদস্যরা জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
অনেক সতকর্তার সঙ্গে কাজ করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তানজিন তিশা। সোমবার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিশা জানান, জ্বর নিয়ে করোনার নমুনা পরীক্ষা করান। সেখানে করোনা পজিটিভ এসেছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন এ অভিনেত্রী। শুটিংসহ সব কাজ বাতিল করেছেন। তিশা বলেন, ‘আপাতত বেশ ভালোই আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশি আছে। দোয়া চাইছি সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।’