বিশেষ প্রতিবেদন,কলকাতা:২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সোহম। বিশ্বস্ত সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, বাংলা সিনেমার এই তারকাকে প্রার্থী করা হচ্ছে বেহালা পূর্ব কেন্দ্রে। যদিও এ ব্যাপারে কোনও তৃণমূল নেতা বা নেত্রী মুখ খোলেননি। স্বাভাবিক কারণে প্রতিক্রিয়া জানাননি সোহমও।
কিন্তু, কথা হল, বেহালা পূর্বের বিধায়ক হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র পদ এবং তৃণমূল সরকারের মন্ত্রিত্ব ত্যাগ করার পর বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকী, বিজেপিতে যোগও দেন। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু দিলীপ ঘোষের একটি মন্তব্যকে আপত্তিকর মনে করেছিলেন দু’জন। ফলে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁদের। বিজেপির কয়েকজন নেতা সেই দূরত্ব কাটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বরফ গলেনি। যদিও দু’জন এখনও বিজেপি থেকে ইস্তফাও দেননি। বরং এর পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকও হয়। যদিও সেই বৈঠককে উভয় পক্ষের তরফে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করা হয়েছিল। এমনকী, শোভনবাবুর বাড়ি গিয়েও বৈঠক করেছেন পার্থবাবু। শোনা যায়, স্বয়ং মমতাও বেশ কয়েকবার শোভনের সঙ্গে যোগাযোগ করেছেন। শোভন–বৈশাখী দু’জন ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন।
সূত্রের খবর, তখন তৃণমূলের সঙ্গে শোভন–বৈশাখীর ভালোই যোগাযোগ চলছিল। যদিও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের ব্যবধান তার পরেও মেটেনি। তার পর করোনা পরিস্থিতি তৈরি হলে সেই যোগাযোগ এক প্রকার বন্ধ হয়ে যায়। শোভনবাবুও আর তেমন সক্রিয়তা দেখাননি। জানা গিয়েছে, এবার তৃণমূলের তরফে শোভন–অধ্যায়কে পাকাপাকি ভাবে সমাপ্ত করা হচ্ছে। বরং বেহালা পূর্বে তৃণমূলের নানা কর্মসূচিতে অভিনেতা সোহমকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। আবার সোহম বেহালার ভূমিপুত্রও। ফলে আড়ালে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, সোহমই কি শোভনের ছেড়ে যাওয়া আসনে আগামী বিধানসভায় প্রার্থী হচ্ছেন। যদিও সরকারি ভাবে তৃণমূলের তরফে এ ব্যাপারে কোনও রকম ঘোষণা বা ইঙ্গিত এখনও দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০০১ সালের আগে পর্যন্ত এই আসনে বাম প্রার্থীদেরই ছিল জয়জয়কার। কিন্তু ২০০১ সালে এই আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী পরশ দত্ত। ২০০৬ সালে সেখানে ফের জয়ী হয় সিপিএম। কিন্তু ২০১১ সালে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী হিসেবে কেন্দ্রটি সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নেন। শুধু তাই নয়, ২০১৬ সালেও ওই কেন্দ্রে ফের জয়ী হন শোভনবাবু। কিন্তু শোভনবাবু এখনও আনুষ্ঠানিক ভাবে বিজেপিতেই রয়েছেন। তাই ২০২০ সালে ওই আসনে কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। সূত্রের খবর, ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সোহম হলে তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করতে পারে শোভনবাবুকে। তবে তার আগে তাঁকে ফের বিজেপির কর্মসূচিতে সক্রিয় হতে হবে।