আরাফাত রায়হান, চবি প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রবিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান চবি ছাত্রলীগের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, সাইদ, দ্বীন ইসলাম, শোয়েবুর রহমান কনক, ফজলে রাব্বি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
এর আগে ১৫ আগষ্টের প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।