সরকার রাজীব, স্টাফ রিপোর্টারঃ
শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা।
আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার সময় বিমানবন্দরের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে উওরা, দক্ষিন আজমপুর ও দক্ষিনখানের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় কয়েকটি গাড়িও ভাংচুর করেন তারা। এতে ওই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
শ্রমিকরা জানান, চৈতি ও ভার্সিটাল নামক দু’টি পোশাক কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে তারা বিক্ষোভ/আন্দোলনে নেমেছেন। ছাটাইকৃত শ্রমিকদের পুনরায় কাজে না নিলে এবং নতুন করে যেন কোন শ্রমিক ছাটাই না হয় সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (বিমানবন্দর জোন) রাফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিক ছাটাইয়ের ঘটনা অনাকাঙ্খিত। বিজিএমইএ ও মালিক পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিন আজমপুর থেকে শ্রমিকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল কসাইবাড়ি রেলগেইটের দিকে আসে সকাল সাড়ে ৯টার সময়। সেখানে ইন্ট্রাকো ফ্যাশন নামে একটি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে ওই কারখানার শ্রমিকদের বেরিয়ে আসতে বলে তারা। শ্রমিকরা প্রথমে বের হতে আপওি জানায়। তখন ইন্ট্রাকো ফ্যাশনের নিরাপওাকর্মীদের উপর হামলা ও কারখানায় ভাংচুর শুরু করে আন্দোলনরত শ্রমিকরা। কারখানার গেইটে থাকা দু’টি সিসি ক্যামেরাও ভেঙ্গে ফেলেন তারা। এরপরে ওই কারখানার শ্রমিকরাও বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন।
পরে মিছিলটি ‘শ্রমিক ছাটাই মানি না, শ্রমিক ছাটাই চলবে না, দুনিয়ার মজদুর এক হও’…শ্লোগান দিতে দিতে বিমানবন্দরের সামনের সড়কে গিয়ে অবরোধ করে। এতে সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।