পৃথিবীর সুন্দর ও শান্ত দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড একটি। সুইজ ব্যাংকিং নিরাপত্তা সম্পর্কে অনেকেই জানেন। এবার আপনাদের জানাবো সেই দেশের সময় সংরক্ষণ ব্যাংকিং পদ্ধতি নিয়ে।
বর্তমানে দৈনন্দিন কাজ কর্ম করে সংসারের আপনজনদের জন্য আলাদা সময় বের করা কঠিন হয়ে পড়েছ । একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। নিজেদের স্বনির্ভরতা, স্বাধীনতা সহ বিভিন্ন কারণে বয়স্ক বাবা মায়েদের থেকে আলাদা থাকেন পরিবারের সন্তানেরা। ফলে অবসরে যাওয়ার পরে বৃদ্ধ পিতা মাতারা কর্মহীন প্রাণচঞ্চলতা হারাতে শুরু করে।
কখনো কখনো তাদের বার্ধক্যের কারণে অপরের সাহায্য দরকার হয়। কখনো আবার কর্ম ক্ষমতা থাকার পরেও কোনো কাজ না থাকার ফলে জীবনে আসে অসাড়তা। এতে করে স্বাস্থ্যহানী হয়। স্বাভাবিক কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পরে সংসারের প্রয়োজন মেটানোর পরে বাকি সময়টুকু অন্য কারো জন্য ব্যয় করে সেটাকে আবার পরবর্তীতে নিজের জন্য ফিরে পাবার পদ্ধতির নাম টাইম সেভিং ব্যাংকিং কর্মসূচি।
অবসরে যাওয়া বয়স্ক নাগরিকদের জন্য “টাইম ব্যাংক” কার্যক্রম সুইজারল্যান্ডের ব্যাপক জনপ্রিয় একটি ধারণা। সুইজারজ্যান্ডের টাইম ব্যাংকিং কার্যক্রম মূলত সময়কে ইউনিটে ভাগ করে ব্যাংকিং পদ্ধতিতে জমা রেখে পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে নিজের জন্য ব্যবহার করা। মূল ‘টাইম ব্যাংক’ হল সুইস ফেডারেল সামাজিক বিমা দ্বারা নিয়ন্ত্রিত অবসরে যাওয়াদের জন্য একটি প্রকল্প।
এটি মূলত সামাজিক, বিকল্প মুদ্রা ব্যাংকিং পরিষেবা কার্যক্রম। আমাদের দেশে সমাজের মানুষগুলো আপনজন, বন্ধু, পাড়া প্রতিবেশিদের জন্য স্বপ্রাণোদিত হয়ে একে অপরের জন্য ঘরে ও বাইরের বিভিন্ন ধরনের কাজ আর্থিক সুবিধা ছাড়াই করে দেয়।
মূলত এমন ধারনাকে সুইজারল্যান্ড একটি অ-বাণিজ্যিক সামাজিক সেভিং প্রকল্প হিসেবে রূপ দিয়েছে। অবসরে যাওয়া মানুষদেরকে এই কার্যক্রম উদ্বেগমুক্ত করে তোলে, তারা কাজের ভেতর থেকে নিজেদের যেমন সুস্থ রাখতে পারে তেমনি এটা তার উপার্জিত ইউনিট হিসেবে ব্যংকে জমা রেখে পরবর্তী সময়ের তার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারে।
টাইম ব্যাংকিং মূলত কীভাবে কাজ করে…?
কোনও ব্যক্তি বা স্বত্তা অন্য স্বত্তাকে সময়-ভিত্তিক পরিষেবা সরবরাহ করে। এই পরিষেবাটি এমন কোনও কিছু হতে পারে যার জন্য সময় প্রয়োজন, যেমন আইটি পরিষেবা, পরামর্শ, চাইল্ড কেয়ার, হেয়ারড্রেসিং, বাগান করা, নির্মাণ, টিউটরিং বা অন্য কোনও সময় গ্রহণকারী ক্রিয়াকলাপ। পরিষেবাটি সরবরাহ করার জন্য সময় ব্যয় একটি টাইম ব্যাংকে রেকর্ড করা হয়। সময় ভিত্তিক ইউনিটগুলো সময় ব্যাংকে জমে থাকে এবং প্রয়োজনের সময় অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে সময় ভিত্তিক পরিষেবা ক্রয় করতে ব্যবহৃত হতে পারে।
বর্তমানে Zeitvorsorge St. Gallen নামক প্রতিষ্ঠান টাইম ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
এই সেবা সাধারণত তরুন বয়সের কর্মীর কথা বলা হলেও প্রকৃত পক্ষে এমন সেবা কর্মে তারাই সংযুক্ত হয় যারা অন্যের জন্য সময়টা দিয়ে শুধু ঘণ্টা হিসেবে জমার জন্যই নয় বরং আনন্দ লাভের জন্য কাজ করে। ফলে সেবাটা হয় নিখুঁত ও আনন্দদায়ক। কিন্তু এই সেবাটা যদি আপনি অর্থের বিনিময়ে গ্রহণ করেন তাহলে এর জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হতে পারে। যেহেতু পরিসেবা দাতা ও গ্রহীতার মাঝে একটা বোঝাপড়ার মাধ্যমে সেবা সম্পর্ক গড়ে ওঠে সেই কারণে উভয়ের জন্য উত্তম হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আমাদের তৃতীয় বিশ্বের এমন সেবা অনিরাপদ মনে করলেও তাদের ক্ষেত্রে এমন মনে করার কারণ নেই।
বর্তমান সমাজব্যবস্থার “টাইম ব্যাংক” ধারনাটি সুইজারল্যান্ড থেকে সর্বত্র ছড়িয়ে পড়ুক এই কামনা করছি।
আতা মোহাম্মাদ উবায়েদ
ইতিহাস ঐতিহ্য ও ভ্রমন বিষয়ক লেখক
obayedroni@gmail.com