ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশজুড়ে কম-বেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। যার ফলে, সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে বইছে। ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৫ শতাংশ। এটি অস্থায়ীভাবে দমকা হাওয়ায় রূপ নিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে। আগামী ২ দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া তার পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায়। দেশে সর্বোচ্চ ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে এবং সর্বনিম্ন ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে রাজারহাটে।