জাননাহ, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।অন্যদিকে, নীল দলের প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রার্থীরা বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।
আজ মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট, একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির নির্বাচনের ভোট গ্রহণ হয়। গণনা শেষে এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ বেলা তিনটার দিকে ফলাফল ঘোষণা করেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মোট ১৮টি পদ রয়েছে। এর মধ্যে ৬টি ক্যাটাগরিতে (ডিন, প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক) শিক্ষকেরা সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন। আজ অনুষ্ঠিত নির্বাচনে ওই ছয়টি ক্যাটাগরিতে জিতেছেন আওয়ামীপন্থী নীল দলের শিক্ষকবৃন্দ ।
ডিন পদে বিজ্ঞান অনুষদের ডিন আবদুস ছামাদ, প্রাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মাসুদুর রহমান, অধ্যাপক পদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক পদে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক পদে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ। তাদের দায়িত্বের মেয়াদ আগামী দুই বছর ।
উল্লেখ্য, ডিন ও প্রভাষক ক্যাটাগরিতে কোনো প্রার্থী দিতে পারে নি বিএনপিপন্থীদের সাদা দল । ফলে ওই দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন নীল দলের প্রার্থীরা। প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে নীল দলের মাসদুর রহমান ৭৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁরা প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৪২০ ভোট। অধ্যাপক ক্যাটাগরিতে নীল দলের প্রার্থী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া ৭৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান পেয়েছেন ৪২০ ভোট। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নীল দলের আবু হোসেন মুহম্মদ আহসান ৮৮৫ ভোট পেয়ে জিতেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী আল-আমিন পেয়েছেন ৩২৪ ভোট। সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নীল দলের মোহাম্মদ শরিফ উল ইসলাম পেয়েছেন ৭৮৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের শাফী মো. মোস্তফা পেয়েছেন ৩৭২ ভোট।
একাডেমিক পরিষদের নির্বাচনে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে জিতেছেন নীল দলের ইসমাত রহমান (৮০৩ ভোট), মিসেস মন্দিরা চৌধুরী (৭৩২ ভোট) ও বিপুল চন্দ্র দেবনাথ (৬৭৬ ভোট)। সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন নীল দলের আ স ম মনজুর আল হোসেন (৮৭৮ ভোট), এ বি এম আশরাফুজ্জামান (৮৫১ ভোট) ও মো. মমিন ইসলাম (৭৫১ ভোট)।
এ বি এম আশরাফুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সম্মানের সাথে এলএলবি ও এলএলএম সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (এস আই ডি এল) করেছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক একাডেমিক পরিষদের সদস্য। পরিষদে সব পর্যায়ের শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন হয়ে থাকে।
এ ছাড়া ফাইন্যান্স কমিটির একটি পদের নির্বাচনে ৭০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন নীল দলের মো. শফিকুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন ৪৫৬ ভোট।
ফলাফল ঘোষণার সময় জানান, নির্বাচনে মোট ২ হাজার ৪২৫ ভোটারের মধ্যে ১ হাজার ২৫৯ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ।