শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
০১ মে ২০২১ ইং তারিখ ১ .৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম,পিএসসি, অধিনায়ক র্যব-৯ এবং মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন,এএসপি আফসান আল আলম, এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার হাজীপুর শুকনা গ্রামে অভিযান পরিচালনা করে আসামী ১। সরোয়ার হোসেন(২৪), পিতা-জামাল হোসেন, সাং- কায়স্তগ্রাম,কুসুমবাগ ২। মাজেদুর রহমান (৩৭), পিতা-মৃত তৈয়বুর রহমান,৩। শাকিল আহমেদ(২৬), পিতা-মানিক মিয়া,৪। ওয়াহিদুর রহমান @ সানি(২৭) পিতা মাহবুবুর রহমান, সর্ব সাং-হাজিপুর শুকনা, সর্ব থানা- গোলাপগঞ্জ, জেলাঃ সিলেট’দেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।