সিলেট সংবাদদাতা : সন্ধ্যা অনুমান ০৬:৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব রমিজ আহমদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ উত্তম রায় চৌধুরী, এসআই(নিঃ)/ আবু রায়হান নূর, এএসআই(নিঃ) গিয়াস উদ্দিন-২, এএসআই(নিঃ)/১২২৩ মহিবুর রহমান, কনস্টেবল/২৫৯ তাওয়াবুর রহমান, কনস্টেবল/১২৯৯ আনোয়ার হোসেন, কনস্টেবল/১৩২২ হাবিবুর রহমান, কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া মীর মহল্লা ৬নং রোডের মাথায় সিলেট তামাবিল রোডের পাশে অভিযান পরিচালনা করে ১। মোঃ জিল্লুল হক জিল্লু (৪৪), পিতা- মৃত সৈয়দ আলী, মাতা- মঈতুন নেছা, সাং- ৪২ ভাতালিয়া, লামাবাজার, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ধৃত আসামী জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে সিলেট শহরে নিয়ে আসে এবং ঘটনাস্থল এলাকাসহ সিলেট শহরের বিভিন্ন স্থানের মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, উক্ত আসামীর বিরুদ্ধে ১। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-২৮, তারিখ- ২৬ মে ২০১৪; ধারা- ১৯(১) এর ১(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলাটি রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
রিপোর্ট:মো:শাহীন আহমেদ,সিলেট।