সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিনামুল্য সেলাই মেশিন বিতরণ করেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ হল রুমে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ধর্মপাশা উপজেলা পরিষদের উদ্যোগে ৩০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান বিল্লাল নুরী, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপিত মনিন্দ্র চন্দ্র তালুকদার। প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
তিনি বলেন, অসহায় নারীদের কর্ম সংস্থানের জন্য আওয়ামীলীগ সরকার বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করেন। এই মেশিন দিয়ে সেলাই করে জীবন জীবিকার কিছুটা হলেও উন্নয়ন সাধিত হবে আশা করি। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা বিভিন্ন মাধ্যমে প্রচারনা চালিয়ে আসছি। দুরত্ব বজায় রাখুন, সুস্থ্য থাকুন, ভাল থাকুন, দেশকে বাচান, নিজেও বাচুন।