প্রত্যয় ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য ভেদ করতে মাঠে নেমেছে সিবিআই। রিয়া চক্রবর্তীসহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর সোমবার প্রয়াত অভিনেতার বাবার জবানবন্দি নেবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সাংস্থা। বর্তমানে বড় মেয়ে রানি সিং এবং জামাই ও পি সিংয়ের ফরিদাবাদের বাড়িতে রয়েছেন সুশান্তের বাবা কে কে সিং। ফরিদাবাদের পুলিশ কমিশনার ও পি সংয়ের বাড়িতেই সুশান্তের বাবার বয়ান রেকর্ড করতে সিবিআই কর্মকর্তারা হাজির হবেন বলে জানা গেছে।
সুশান্তের বাবার জবানবন্দি নেয়ার পরই প্রয়োজন মতো রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সুশান্তের বোনেরা। সেই অভিযোগের ভিত্তিতেই রিয়ার জবানবন্দি নেয়া হবে জানা গেছে।
এদিকে সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিংয়ের দ্বিতীয় বিয়ের পরই থেকেই ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে শুরু করে বলে সম্প্রতি মন্তব্য করেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। শিবসেনার সাংসদ যদি তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে না নেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে।