নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণে অসুস্থ হওয়া আরও ১৫৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। করোনার সঙ্গে লড়ে জয়ী হয়ে রোববার তারা হাসপাতাল ছেড়েছেন।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, উন্নত চিকিৎসার কারনে তারা সুস্থ হয়েছেন। রোববার বিকালে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি জানান, করোনা পজেটিভ এ ১৫৩ জনের নমুনা পরপর দুইবার পরীক্ষা করে কভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সকল পুলিশ সদস্যকে মাস্ক প্রদান করেন। তাদেরকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।
এআইজি সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ইতোমধ্যে করোনাক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবার কাজে ফিরেছেন।