দৈনিক প্রত্যয় ডেস্কঃ আইনজীবীদের জীবন-জীবিকার স্বার্থে সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালতের নিয়মিত কোর্ট চালু করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি নিশ্চি করেছেন সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ মেহেদী ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে ৬০ হাজার আইনজীবীর পক্ষে আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী এ আবেদন করেন। আবেদনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার উপর গুরুত্ব দেয়া হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ১৩ মার্চ থেকে সুপ্রিমকোর্ট ও ২৬ মার্চ থেকে দেশের সব আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। গত ৩ মাস আইনজীবীরা নিয়মিত কোর্ট করতে না পারায় অধিকাংশ আইনজীবী চরম অর্থ সংকটে পড়েছেন ও বিচারপ্রার্থী জনগণের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
ইতোমধ্যে সরকার ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালু করেছে। দেশের ৯৫ শতাংশ আইনজীবীর প্রশিক্ষণ না থাকায় ও ইন্টারনেট সুবিধার অভাবে ভার্চুয়াল কোর্টে মামলা করতে পারছেন না। অধিকাংশ আইনজীবীর সঞ্চিত টাকা নেই।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অধিকাংশ আইনজীবী স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর পক্ষে। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে নিয়মিত কোর্ট না থাকায় সাজাপ্রাপ্ত আসামি, যাদের আপিল দায়রা জজ আদালতে ও হাইকোর্ট বিভাগে বিচারাধীন। তারা আইনের সুযোগ থেকে বঞ্চিত।
হাজারও আসামি পলাতক, তারা আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়ে ফেরারি জীবন-যাপন করছেন।হস্তান্তরযোগ্য দলিল আইন ব্যতীত অন্য কোনো আইনে নতুন কোনো মামলা ফাইলিং হচ্ছে না। এ অবস্থায় আইনজীবীদের মাঝে মারাত্মক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন