প্রত্যয় ডেস্ক: একটি সাধারণ স্মার্টফোনের ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আসলে তার ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ার পোস্টে যা লেখা হয়েছে তার কারণেই মোবাইলটির ছবি ভাইরাল। কারণ সেখানে বলা হয়েছে, ‘সেটি নাকি প্যাঁচায় দিয়ে গেছে।
চিন্ময় ভোগলে নামে এক টুইটার ইউজার মঙ্গলবার একটি টুইট করেছেন। সেখানে একটি স্মার্টফোনের ফ্লিপ কভারের ছবি পোস্ট করেছেন, হয়তো কভারের জন্য মোবাইলটি দেখা যাচ্ছে না। ছবির নিচে লেখা হয়েছে, একটি প্যাঁচা নাকি তাদের বারান্দায় এই ফোনটি ফেলে গেছে। ফোনটি পড়ে স্ক্রিন ভেঙে গেছে। সেই সঙ্গে চার্জও নিচ্ছে না। ফলে ফোনটি কার জানা যাচ্ছে না’। এটি একটি ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট চিন্ময় তার টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন।
তিনি জানিয়েছেন, ভারতের বেঙ্গালুরুর এক বন্ধুর সঙ্গে এই ঘটনা ঘটেছে। এই পোস্ট দেখে অনেক নেটিজেন একে হ্যারি পটারের গল্পের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। হ্যারি পটারের প্যাঁচারা এমন করে চিঠি দিয়ে যেত ঘরের মধ্যে। এনডিটিভি।