1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

হাওরকে বাঁচান ????????????????????????

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২১৩ Time View

কিশোরগন্জ সংবাদদাতা:পর্যটকদের কাছে কিশোরগঞ্জ নামে এখন এক নাম্বারে রয়েছে। কিশোরগঞ্জের দৃষ্টিনন্দিত ইটনা,মিঠামইন, অষ্টগ্রাম উপজেলা গুলো হাওরের পানিতে টইটুম্বুর। #মহামান্য_রাষ্ট্রপতি আব্দুল হামিদের ৫০ বছরের লালিত স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে, শুধু বাংলাদেশ নয় বিশ্বের দরবারে এত সুন্দর হাওরের বুক চিরে রাস্তায় সত্যিই বিরল।বর্তমান যোগাযোগ মাধ্যমে রাস্তাগুলো ভিডিওচিত্র ধারণ করে ছড়িয়ে যাওয়ায় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যটক করোনা পরিস্থিতিতেও ভিড় জমাচ্ছেন হাওর এলাকায়। প্রতিনিয়তই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দৃষ্টিনন্দন হাওড় অঞ্চল হুমকির মুখে পড়ে যাচ্ছে হয়তোবা পর্যটকশূন্য হয়ে যাবে একটি সময়, এটি অপূরণীয় ক্ষতি হবে কিশোরগঞ্জের।

আসুন সে কারণগুলো জেনে নেই
???? অপরিকল্পিত নৌযান, অতিরিক্ত ভাড়া এবং নৌযান গুলোতে কোন লাইফ জ্যাকেট নেই, নেই কোনো নির্দেশনা, নেই কোন নিয়ন্ত্রক সংস্থা
???? হাইওয়ে রোড হয় বেপরোয়া মোটরসাইকেল চালানো, সর্বোচ্চ গতি তোলা এবং দুর্ঘটনায় সম্মুখীন হয়।
???? সন্ধ্যার পরে সংঘবদ্ধ ডাকাত এমন কিছু ব্যক্তি পূর্বপরিকল্পিত আক্রমণ হয়
???? স্থানীয় কটুক্তি, কিছু যুবকের অশালীন আচরণ অনেকের তিক্ত অভিজ্ঞতার সৃষ্টি হয়েছে।
???? প্রশাসনিক নিরাপত্তা ডুবুরি দল এবং কোস্টগার্ড পুলিশি টহল ব্যবস্থা চোখে পড়ার মতো নয়।
???? ট্রলারে অশ্লীল নিত্য বিকট শব্দে গান বাজানো এবং অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে।
#মহামান্য_রাষ্ট্রপতি তিলেতিলে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আজ কিশোরগঞ্জে এত দৃষ্টি নন্দিত। ব্যাপক সমাদৃত হয়েছে বিশ্বদরবারে এমন হাওর অঞ্চল কে আমরা হারিয়ে যেতে দিতে পারি না তাই মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় সাংসদ রৈজোয়ান আহমেদ তৌফিক সাহেব সহ প্রশাসন কে এখনোই কঠোর হতে হবে। ৩ টি #উপজেলায়_স্পটে_ডুবুরী_ইউনিট,সন্ধার পর নৌপুলিশ টহল, ভ্রমনে নির্ধারিত নিয়ম, প্রত্যেক বোটে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক, করোনা সময়ে সম্পূর্ণ হাওড় বন্ধের ব্যাবস্থা, একটি হাওড় হেল্পলাইন চালু করা,স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ে সর্তকতা নির্দেশনা পালন করা,সরকারের তত্ত্বাবধানে অথবা ব্যক্তি-উদ্যোগে রেস্টুরেন্ট এবং হোটেল এবং পাবলিক টয়লেট, নিরাপত্তাসহ স্থাপন করা। এখনই সময় এসব ব্যবস্থা গ্রহণ না হলে হয়তবা পরিবার-পরিজন নিরাপত্তার জন্য হাওড় এলাকায় আসতে দেবে না। পাশাপাশি ভ্রমনপিয়াসুদের সতর্কতা অবলম্বন করতে হবে।

২৪ ঘন্টায় কি‌শোরগঞ্জ

‌নিকলী‌তে হাও‌রে ঘুর‌তে গি‌য়ে পা‌নি‌তে ডু‌বে স্কুল ছাত্রের মৃত্যু,
বা‌জিতপু‌রে নৌকা থে‌কে প‌ড়ে এক যুবক নি‌খোঁজ
মিঠামই‌নে সাঁতার কাট‌তে নে‌মে এক যুবক নি‌খোঁজ
ইটনায় পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মৃত্যু,
ক‌রিমগ‌ঞ্জে মোটর সাই‌কেল দুর্ঘটনায় নারী পর্যট‌কের মৃত্যু!

মোহাম্মদ নাঈম
কিশোরগঞ্জ নিয়ে ভাবনার অক্লান্ত সৈনিক।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..