প্রত্যয় ডেস্কঃ দিন দিন বেড়েই চলেছে করোনা থাবা উত্তর ২৪ পরগনায়। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলা কে হটস্পট অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে এক মধ্য বয়স্ক মহিলার শ্বাসকষ্ট জনিত রোগে মৃত্যু-কে ঘিরে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার হালিশহরে।
কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু হয় হালিশহর আচার্য্য পাড়ার বাসিন্দা ওই মহিলার। জানা গিয়েছে, ওই মহিলার গত এক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয়।
সূত্রের খবর অনুযায়ী হালিশহরের ওই অসুস্থ্য মহিলাকে হাসপাতালে ভর্তি করার পর তার করোনা পরীক্ষা করা হয় কিন্তু রবিবার তার মৃত্যুর পর বুধবার রাতে তার রিপোর্টে করোনা পসিটিভ আসে। হালিশহরের ওই মহিলার রিপোর্ট পজিটিভ আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। তরিঘরি মিটিংএ বসেন হালিশহর পৌরসভার পৌর প্রধান অংশুমান রায়।
তিনি এদিন মিটিং থেকে বেড়িয়ে হালিশহরের ওই মৃত মহিলার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে সরাসরি মেনে না নিলেও জানান “কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত হালিশহরের ওই মহিলা র মৃত্যুর পর তার দেহ বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। আর আজ তার করোনা পরীক্ষা রিপোর্ট আসার পর জেলা সাস্থ্য দপ্তর থেকে আমাদের ফোন করে হালিশহরের ওই মৃত মহিলা যে এলাকার বাসিন্দা ছিলেন সেই এলাকাটি দ্রুত সিল করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই এলাকাটি স্যানেটাইজ করার নির্দেশ ও দেওয়া হয়েছে।
তবে ওই মহিলার করোনা হয়েছিল কি না, তা জেলা সাস্থ্য দপ্তর বলতে পারবে। ওই মৃত মহিলার সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখে বাকী ব্যবস্থা করবে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তবে এলাকাবাসী কে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি আমরা।
“হালিশহর পৌরসভার পৌর প্রধানের এহেন বক্তব্যে হালিশহরের ওই মৃত মহিলার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুধবার থেকেই হালিশহর পৌরসভার অন্তর্গত হালিশহর আচার্য্য পাড়া সম্পূর্ণ ভাবে সিল করে দিয়েছে বীজপুর থানার পুলিশ প্রশাসন।
দৈনিক প্রত্যয়/জাহিরুল মিলন