বগুড়ার সংবাদদাতাঃ গতকাল মঙ্গলবার বগুড়ায় ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের বগুড়া শাখার সওগাত আরমান নামক এক কর্মকর্তা আটক হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বগুড়া জেলা কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় তাকে যমুনা ব্যাংক বগুড়া শাখার বড়গোলা অফিস থেকে গ্রেফতার করেছে।
জানা যায়, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। যমুনা ব্যাংক দুদকের কাছে সওগাত আরমানের বিরুদ্ধে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করে। এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল দুদক বগুড়া কার্যালয় তাকে নিজ কর্মস্থল থেকে গ্রেফতার করেছে।
দুদকের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, যমুনা ব্যাংক থেকে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানা সূত্রে জানা যায় যে, তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।