প্রত্যয় ডেস্ক, কুলিয়ারচর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ‘জাতি ধর্ম ও দল নির্বিশেষে, রক্ত দিবো হেসে হেসে’ এই প্রতিপাদ্যকে পুজি করে, রক্ত সহয়তা, সেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্ভুদ্ধ করা ও মানুষে মানুষে সেতু বন্ধনের লক্ষ্যে বশিরুজ্জামান অপুর প্রচেষ্টায় ২০১৯ সালের ১ জুলাই গঠিত হয়েছিলো ‘কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার (KBDF)’ ফেসবুক গ্রুপ। গ্রুপ চালুর শুরু থেকে গ্রুপটি অত্যন্ত আন্তরিকতার সাথে, কুলিয়ারচর ও আশেপাশের উপজেলা এমনকি ঢাকা সহ প্রয়োজন ও সাধ্য অনুযায়ী সর্বত্র রক্ত সহায়তার কাজ করে আসছে।
ইতোমধ্যে এই গ্রুপ মাত্র ১ বছর ৩ মাস সময়ের মধ্যে ১,০০০ হাজার ব্যাগ রক্ত সহায়তা দিয়েছে। বর্তমানের এই গ্রুপের সদস্য সংখ্যা ২০০+ এবং গ্রুপটির বর্তমান মেম্বার সংখ্যা ৩৮৭২ জন।
জানাযায়, গতকাল দুপুরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ‘কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার (KBDF)’ পরিবারের কার্যকরী সদস্য মোঃ ফিরোজ বীন (A+) তৃতীয় বারের মত রক্ত সহায়তার মাধ্যমে ১,০০০ ব্যাগ রক্ত দানের (গ্রুপের সদস্যদের ভাষায় লাল ভালোবাসা) মাইল ফলক ছুঁলেন।
এই বিষয়ে ও গ্রুপ তৈরির উদ্দেশ্য সম্পর্কে, গ্রুপ ক্রেডিটর বশিরুজ্জামান অপুর সাথে কথা বললে তিনি বলেন, আগে রক্তের দরকার হলে আমরা আশেপাশের বিভিন্ন উপজেলার বিভিন্ন রক্তের গ্রুপ থেকে রক্ত সংগ্রহ করতে হতো এবং এটা অনেক কষ্ট সাধ্য ছিলো। এই বিষয়টি আরও ব্যপক ও সহজ করতে ভাবতে লাগলাম, আর তখনই আমাদের উপজেলকে নিয়ে একটা রক্তের গ্রুপ তৈরি পরিকল্পনা মাথায় আসে। সেই ভাবনা থেকেই গ্রুপের যাত্রা শুরু। শুরুতে আমাদের সাথে আব্দুল গাফ্ফার, আরিফ, রাজিব, ইকরাম, আতিক এরাই ছিলো। এখন আমাদের সদস্য সংখ্যা ২০০+ এবং গ্রুপের মেম্বার সংখ্যা প্রায় ৪ হাজার। সকলের সহযোগিতা পেলে আমরা আরও আন্তরিকতার সাথে কাজ করতে আগ্রহী। সকলের সহযোগিতায় আশা করি আমরা আরও অধিক মানুষের রক্তের প্রয়োজনে এগিয়ে আসতে পারবো।
এই বিষয়ে ‘কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার (KBDF)’ এর বর্তমান সভাপতি মোঃ ইকরাম হাসান বলেন, একটা সময় ছিলো মানুষ রক্ত দিতে ভয় পেতো, রক্ত দেওয়া অনেক ঝুকি ও ক্ষতিকর মনে করতো। কিন্তু এখন সেই দিক থেকে মানুষ সড়ে এসেছে, আমরা মানুষকে রক্ত দান ক্ষতিকর নয় বরং উপকারী, বিষয়গুলো বুঝানোর চেষ্টা করছি। নিজেরা রক্ত দিচ্ছি এবং পাশাপাশি সকলকে রক্ত দানে উদ্ভুদ্ধ করছি। আমাদের লক্ষ্য আরও অনেক দীর্ঘ, সবে মাত্র যাত্রা শুরু করলাম। এই যাত্রায় সকলের সহযোগিতা চাই। যাতে করে আর একটি মানুষও রক্তের অভাবে মৃত্যু বরণ না করে।
রিপোর্টঃ আলী হায়দার