রাজীব সরকার, নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী আইপিএইচ মন্দির পাড়ার রাস্তা এমনিতেই বহুবছর ধরে সংস্কার না করার কারনে বেহাল অবস্থা। সরেজমিনে গেলে দেখা যাবে এটা যেন কোন গ্রামের মাটির রাস্তা। আশে-পাশের সব এলাকার রাস্তা সংস্কার হয় শুধু এই রাস্তার সংস্কার হয়না অভিযোগ স্থানীয়দের। আবার এই লকডাউনের মধ্যে চলছে ধীরগতির খুড়াখুড়ির কাজ। এতে মানুষের ভোগান্তি চরমে।
‘জরুরী বিদ্যুৎ, ভূ-গর্ভস্থ্য ক্যাবল স্থাপন কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত’ এমন সাইনবোর্ড সাটিয়েই যেন সব দায় শেষ।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ ২৫ বছর রাস্তাটির কোনো সংস্কার হয় না। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। রাস্তাটি দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্দিরপাড়ার বাসিন্দা তাজুল মিয়া বলেন, প্রতিবছর বর্ষাকাল এলেই রাস্তা খুড়াখুড়ি হয় এতে ভোগান্তি বাড়ে আমাদের। এছাড়া খুড়াখুড়ির কাজ শেষ হলে গর্ত মাটি দিয়ে ভরাট করেই সব শেষ হয়ে যায়। এই এলাকার রাস্তা আর ধালাই হয়না।
তিনি খোঁড়া গর্তে জমে থাকা বৃষ্টির পানি দেখিয়ে বলেন কাজ চলছে ধীরে ধীরে জমে থাকা এই পানিতে মশা জন্ম নিচ্ছে এসব দেখবে কে?
রাস্তাটি সংস্কারের বিষয়ে ঢাকা উওর সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির বলেন, মন্দিরপাড়ার এই রাস্তাটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না, পি ডাব্লিউ ডি এর জায়গা। রাস্তা ঠিক করার জন্য কয়েকবার চিঠি দেয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, এবারের খুড়াখুডির কাজ শেষ হওয়ার পর যেন অন্তত এই রাস্তাটি সংস্কার করা হয়।