সোহানুর রহমান সোহাগ : ঢাকার চলচ্চিত্রের ট্যালেন্টেড গ্ল্যামার গার্ল অধরা আগামী ২ জুন বর্ডার থেকে সুলতানপুর হয়ে প্রেক্ষাগৃহে আসছেন। সুলতানপুর হলো উঠতি তারকা অধরা খান অভিনীত চলচ্চিত্র। মাতাল খ্যাত এই নায়িকা মাতাল, নায়ক, পাগলের মতো ভালোবাসি’র দর্শক – ভক্তদের সামনে আসছেন নিজের মুক্তি প্রতীক্ষিত চতুর্থ চলচ্চিত্র নিয়ে। সুলতানপুর ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।
সুলতানপুর ছবির কাহিনী সম্পর্কে অধরা খান জানান, সীমান্তবর্তী গ্রাম সুলতানপুর। ওই গ্রামের সীমান্ত ওই দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন বিদ্যমান। বৈচিত্র্যময় বাণিজ্যের মেঘ ঘুরে সুলতানপুরের আকাশে – বাতাসে। ছবিটির ট্রেলার প্রকাশের পর রহস্য, দর্শকদের মাঝে রোমাঞ্চ ও এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়িয়েছে বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী।
সুলতানপুর ছবির প্রকাশিত ট্রেলারে সীমান্তবর্তী সুলতানপুর গ্রামের রাজনীতি, চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদকপাচার, মাদকসম্রাটসহ অনেক বিষয়ই ওঠে এসেছে। এগুলো ছবিটির প্রতি কৌতূহলী করেছে নেটিজেনদের। এমনটাই জানাচ্ছেন সুলটাপুর চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
সোমবার রাতে ‘সুলতানপুর’ ছবির ট্রেলার প্রকাশ করা হয়। এর পরেই কৌতূহলের কেন্দ্রে চলে আসে এটির দৃশ্যপট। আসাদ জামানের গল্পে নির্মিত ছবিটিতে অধরা খান ছাড়া আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ। ট্রেলার মুক্তির পর ছবিটি নিয়ে নির্মাতা সৈকত নাসির বলেন, সুলতানপুর ছবিতে বড় একটি ক্যানভাস রয়েছে। এটি বর্ডার এলাকার গল্প। নানা রকম নাটকীয় উপাদানের মিশ্রণে ছবিটির গল্প তৈরি হয়েছে। আমি জানি এই ছবিটি আমার কাছে স্পেশাল কিছু, কারণ আমি সর্বোচ্চ দিয়ে এটা বানিয়েছি। তাই এটা যেন সর্বোচ্চ মানুষ দেখেন কিম্বা দেখতে পান সেই চেষ্টা করে যাচ্ছি।
অধরা খান অভিনীত ‘সুলতানপুর’ ছবির ট্রেলার মুক্তির আগে ছবিটির চমৎকার একটি রোম্যান্টিক মেলোডিয়াস গান মুক্তি পেয়েছে। কলকাতার কণ্ঠশিল্পী স্নিগ্ধজিতের গাওয়া এই গানে পারফর্ম করেছেন অধরা খান ও সাঞ্জু জন। গানটি ইউটিউবে প্রকাশের পর সর্বমহলে দারুন প্রশংসিত হয়েছে। সুলতানপুর ছবিটি নিয়ে অধরা খান বলেন, আমরা ২০২০ সালে এই ছবির কাজ শুরু করে ওই বছরেই কাজ শেষ করি। এখন মুক্তি পাচ্ছে। শুরুতে এটির নাম ছিল বর্ডার। কিন্তু নাম নিয়ে সেন্সরবোর্ডের আপত্তির কারণে এটি সুলতানপুর নামে মুক্তি পাচ্ছে। আমি মনে করি, দর্শক এই ছবিতে দারুন একটা গল্প দেখতে পাবেন। সেটা বর্ডার হোক আর সুলতানপুর হোক না গল্পটা তাদের ভালো লাগবে।