1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

৬৭৯/-টাকায় ঢাকা-সীতাকুন্ড ট্যুর

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৮২৪ Time View

সময়কাল-২রাত একদিন
ভ্রমণ স্পট-চন্দ্রনাথপাহাড়,নাপিত্তাছড়া ট্রেইলের সব গুলো ঝর্ণা।
___________________________________________

কমলাপুর রেলস্টেশন থেকে ১১০টাকা দিয়ে মেইল ট্রেনে সারারাত গানের আড্ডায় আড্ডায় চলে গেলাম সীতাকুণ্ড -এর মধ্যে রাতের নাস্তা,পানি,সিগারেট বাবদ খরচ-৪০টাকা করে জন প্রতি। মানে ১৫০টাকায় চলে গেলাম সীতাকুণ্ড।
অতঃপর, সকালে ফ্রেশ হয়ে নাস্তা করলাম।জন প্রতি ৪০টাকা(দুইটা রুটি আর ডাল ভাজি)।খুব ভালো নাস্তা হয়ে যায়। ৪০টাকায়।
জনপ্রতি খরচ -১৯০টাকা।

নাস্তা শেষে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ে -৪লিটার পানি নিয়ে-আর ৪টা সেলাইন নিয়ে।খরচ-হলো জন প্রতি-২০টাকা।

এর মধ্যে ১০টাকা লাঠির খরচ ।পাহাড় পর্যন্ত মোট খরচ হলো-২২০।
পাহাড় থেকে নেমে সীতাকুণ্ড বাজারে এলাম -২০টাকা করে সিএনজি ভাড়া দিয়ে।সীতাকুণ্ড বাজার থেকে মেইন রোডে হেঁটে গিয়ে বাসে উঠলাম নাপিত্তাছড়া ট্রেইলের উদ্দেশ্য। বাস থেকে নামলাম নরদুয়ার বাজারে।বাস ভাড়া জন প্রতি -১৫টাকা করে।
মোট খরচ এখন পর্যন্ত -২৫৫/-

সেখান থেকে একজন গাইড নিলাম, মিজান ভাইকে।ভাইকে ৩০০টাকা দেওয়ার কথা ছিল।কিন্তু পরে খুশি হয়ে আমরা ১০০টাকা বেশি দিয়েছি।এই ৩০০টাকার মধ্যে আমাদের সাথে আরেকটা ৪জনের গ্রুপ ছিল তারা দিয়েছে ১৫০টাকা।তাহলে এখানে আমাদের খরচ জনপ্রতি হলো-৬২/-টাকা
এখন পর্যন্ত মোট খরচ-৩৫৭/-টাকা

নাপিত্তাছড়া ট্রেইলে যাওয়ার আগে একটা খাবার হোটেল খুঁজে বের করে সেখানে খাবারের অর্ডার করে দিয়ে যাই।ভাত – মুরগী-ডাল-আলু ভর্তা, এই মোট প্যাকেজ ৮০টাকা মাত্র। খাবারটা অসাধারণ ছিল এককথায়। আমরা ৪জন আর আমাদের গাইড ভাইকে নিয়ে খাই মোট ৫জনের বিল আসে-৪০০টাকা।এখানে জনপ্রতি খরচ -১০০টাকা।
সন্ধ্যার আগ পর্যন্ত নাপিত্তাছড়ার সবগুলো ঝর্ণা ঘুরে আমরা হোটেলে খেতে আসি।না বললেই নয়, আমার গাইড ভাই অসাধারণ একজন মানুষ।সে আমাদের অনেক মজা দিয়েছে,একটা প্রাণবন্ত ট্যুর উপহার দিয়েছে। এতো সুন্দর করে ছবি তুলে আর গান গায় এক কথায় অসাধারণ।

হোটেলে খাওয়া দাওয়া করে চলে যাই হাঁটতে হাঁটতে মেইন রোডে -নরদুয়ার বাজারে।
সময় লাগে হাঁটতে ১০মিনিট।
মোট খরচ -৪৫৭/- টাকা

নরদুয়ার বাজার থেকে চলে যাই ফেনীতে-বাসে। বাস ভাড়া-৩০টাকা করে।ফেনীতে অনেক সময় ঘুরাঘুরি করে, মজা করে চলে আসি রাত সাড়ে১২টায় খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহন বাসে বিলাসবহুল ভাবে ঢাকায়। ভাড়া-২০০টাকা জনপ্রতি।
এখানে ভাড়া সাধারণত-২৭০টাকা।একটু কথা বলে দরদাম করে উঠতে হবে।
মোট খরচ -৬৮৭/-

দুঃখীত-৮টাকার হিসাব মিলাতে পারলাম নাহ!????

কালেক্টেড: https://www.facebook.com/kaharcse

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..