গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২০২০-২১ অর্থ বছরের জন্য ৭৫ কোটি ২ লাখ টাকা বাজেট অনুমোদন করেছে। শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়।
সকালে সিন্ডিকেট সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ান সভা শুরু হলে বাজেট পেশ করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। পরে তা অনুমোদন করে সিন্ডিকেট। সভায় সিন্ডিকেট সদস্য মেহের আফরোজ চুমকি এমপি, আমিনুল ইসলাম টিটু এমপি, সিনিয়র সচিব মো. আলমগীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।