নিজস্ব প্রতিবেদক: করোনা অতিমারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে সারাদেশে সিনেমা হল। তবে রাজধানীতে প্রথম দিনটি প্রায় দর্শকশুণ্য। এদিন মোট পাঁচটি সিনেমা হল খোলা হয়েছে। দ্রুত দর্শক ফেরা নিয়ে সংশয়ে হল কর্তৃপক্ষ। তারা জানালেন, স্বাস্থ্যবিধি মেনেই খোলা হয়েছে সিনেমা হল।
গত মার্চ মাস থেকে করোনা অতিমারির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা সাপেক্ষে আজ শুক্রবার খুলে দেয়া হয়েছে সিনেমা হল। তবে রাজধানীতে সব সিনেমা হল এদিনে খোলা হয়নি। মধুমতি ও বলাকাসহ বেশকিছু হল এখনো বন্ধ।
রাজধানীর একটি সিনেমা হলে গিয়ে দেখা যায়, নতুন মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা চলছে। তবে দর্শকসারি একেবারেই শুণ্য।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই হল খোলা হয়েছে। আশা করছেন, আস্তে আস্তে দর্শক বাড়বে। সিনেমা হল খুলে দেয়ায় খুশি এর সাথে সংশ্লিষ্ট পেশাজীবীরা। তবে নতুন এবং বিনোদনমূলক চলচ্চিত্র তৈরি না হলে সিনেমা হল চালানো মুশকিল হয়ে উঠবে বলে মনে করেন সিনেমা হল কর্তৃপক্ষ।