ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টাকা তোলা নিয়ে হিজড়াদের দুই পক্ষে মারামারিতে সাদমান সাকিব নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন।
শুক্রবার(৭ জানুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশের গেটে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এতে তারা মারামারিতে লিপ্ত হলে তাদের থামাতে যান ওই যুবক। এতে তাদের রোষানলে পড়েন তিনি।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজধানীর হাতিরপুল এলাকায় হিজড়াদের দুটি পক্ষ টাকা তুলে থাকে। কিন্তু হাতিরপুল এলাকার হিজড়ারা বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাকা তুলতে আসেন৷ এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারি শুরু হয়৷ জাতীয় কবির সমাধি প্রাঙ্গণের সামনে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, হাকিম চত্বর ও রোকেয়া হলের সামনে কয়েক দফায় মারামারি হয়। একপর্যায়ে হাতিরপুল এলাকার হিজড়াদের পক্ষ হয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১)৷ সেখানে তিনিও আক্রান্ত হন।
সাদমান ছাড়াও হিজড়াদের দুই পক্ষের ৩-৪ জন আহত হন। শাহবাগ থানা-পুলিশের সহায়তায় প্রক্টরিয়াল টিমের সদস্যরা আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে এ ধরনের কোনো কর্মকাণ্ড আমি সমর্থন করি না। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। এছাড়া তারা যেন ক্যাম্পাস এলাকায় আর না আসতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।