নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের অন্যতম একজন মানবিক চিকিৎসক ও করোনা যোদ্ধা ডা. সজীব ঘোষ ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। বর্তমানে ডা. সজীব কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
করোনাকালীন সুদীর্ঘ সংকটকালীন সময়ে তিনি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ এ ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তার দায়িত্ব ও কর্তব্য পালন করে গেছেন নিজের জীবন বাজী রেখে।
কোভিড-১৯ রোগীদের সেবা দানের পাশাপাশি তিনি হাসপাতালে অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম সুচারুরূপে অব্যাহত রাখার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে অনুকরনীয় নজীর সৃষ্টি করেন কিশোরগঞ্জ সদর হাসপাতালে।
হাসপাতালে পোস্টমর্টেম ও অন্যান্য মেডিকোলিগ্যাল কার্যাবলীতে তার সততা ও দক্ষতা সর্বজনবিদিত। ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ এ নিজ দায়িত্বের পাশাপাশি তার ওপর বিভিন্ন সময়ে অর্পিত অতিরিক্ত দায়িত্বসমূহ অত্যন্ত নিষ্ঠার সাথে পালনের ফলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও নজর কাড়েন।
এছাড়াও কিশোরগঞ্জবাসির কাছে একজন মানবিক চিকিৎসক হিসেবে রয়েছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। চিকিৎসা ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে তিনি জড়িত রয়েছেন। অসহায় মানুষের জন্য একজন সামাজিক ডাক্তারের পরিচিতি পেতে বেশি সময় নেননি তিনি।
এ ব্যাপরে ডা. সজীব ঘোষ বলেন, আমি সর্বদা চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে স্বাভাবিকভাবেই আমি জনসাধারণকে সেবা দিতে দায়বদ্ধ।