বিনোদন ডেস্ক: করোনাভাইরাস প্রকোপে বন্ধ আছে শোবিজের মূল কার্যক্রম। সিনেমার মুক্তি স্থগিত হয়ে গেছে। বন্ধ আছে সকল সিনেমা হল। সারা বছর লোকসান গুনলেও ঈদে কিছুটা লাভের মুখ দেখে অধিকাংশ সিনেমা হল। এবার সে সুযোগও হয়নি করোনার কারণে। এবার শোনা যাচ্ছে ঐতিহ্যবাহী অভিসার সিনেমা হল ভেঙে তৈরি করা হবে কমিউনিটি সেন্টার। ছোট পরিসরে একটি সিনেমা হলও থাকতে পারে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে অন্যতম মালিক সফর আলী ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পাঁচতলা ভবন নির্মাণ করা হবে এখানে। একটি কমিউনিটি সেন্টার থাকবে। অপর তলাগুলোয় ব্যাংক, বীমা অফিস ও বৈজ্ঞানিক সরঞ্জাম বিক্রির দোকান ভাড়া দেওয়া হবে। তবে ভবনে স্মৃতি হিসেবে দেড়শ আসনের ছোট একটি সিনেমা হল রাখার পরিকল্পনা আছে।
উল্লেখ্য, ১৯৬৮ সালে ২৬ কাঠা জায়গায় অভিসার সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। হল মালিক ব্যবসায়ী কামাল উদ্দিন ১৯৯২ সালে দেনার দায়ে তা কেএমআর মঞ্জু ও সফর আলী ভূঁইয়ার কাছে বিক্রি করে দেন। হল কিনে নতুন মালিকপক্ষ অভিসারের ওপর নেপচুন নামে আরেকটি হল তৈরি করেন।