1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মুক্তি পেল ‘শ্রাবণ ধারার মতন’

  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৯৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম মহাপ্রয়াণ দিবসে উত্তরকালে প্রকাশ পেল স্বপ্নীল ফাউন্ডেশন এর গান কবিতার অভিনব গানচিত্র শ্রাবণের ধারার মতন। রবীন্দ্র কাব্যপাঠে আছেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক এবং প্রতিভাবান রবীন্দ্রসংগীতশিল্পী ফয়সাল কাদের। পরিবেশনা সম্পর্কে শিল্পী পোলাক বলেন, “শ্রাবণের ধারা, কবিগুরুর ব্যবহৃত একটি প্রতিকী শব্দ, তাঁর অতিপ্রিয় বিচিত্র চরিত্রের শ্রাবণ নিয়ে বহু বিচিত্র ভাবনার প্রকাশ ঘটিয়েছেন গানে, কবিতায় এমনকি গ্রামবাংলাভিত্তিক পদ্মাপর্বের কিছুসংখ্যক ছোটগল্পে। এই পরিবেশনায় শ্রাবণ বহুভাবে শ্রোতাদের কাছে ধরা দিবে, যেমন, শ্রাবনঘনমোহে, ঘনশ্রাবণমেঘ, শ্রাবণের বরিষায় বা শ্রাবণের ধারার মত। শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি বাস্তবিকই রোমান্টিক মনের জন্য এক একক নিঃসঙ্গ অনুভূতির ভুবন তৈরি করে। গীতাঞ্জলি ও মানসী কাব্যের মোট ৩ টা কবিতার নির্বাচিত কিছু অংশ ও পূজা পর্যায়ের গানের মেলবন্ধনে এক শ্রাবণকথন। মূলত শ্রাবণ বিশেষ প্রিয় এক অতিথি, যাকে নিয়ে নানানভাবে মনের কথা সাজানো যায়।” প্রকৌশলী শিল্পী ফয়সাল কাদের অভিবাসী বাঙালি। রবীন্দ্রসংগীতের প্রতি তাঁর নিষ্ঠা ও সাধনা তাকে দুই বাংলায় আদৃত করেছে। উল্লেখ্য যে, এই প্রযোজনাটি ভাবনা ও শৈল্পিক নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। গানচিত্রে বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় মডেল অনীলা তাবাসসুম হৃদিকে। এই আয়োজনটি নির্দেশনা দিয়েছেন ইমরান এফ রহমান এবং সংগীতায়জন করেছে মার্সেল।
গানচিত্রটি দেখা যাবে স্বপ্নীল ফাউন্ডেশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..