নিজস্ব প্রতিবেদক: চিত্র পরিচালক ও প্রযোজক রাজু আহাম্মেদ চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন অনেক দিন বিরতির পর।
সিনেমা প্রসঙ্গে রাজু আহাম্মেদ বলেন, করোনায় চলচ্চিত্রকে প্রায় স্থবীর করে দিয়েছিল বর্তমানে এবার ঈদের সময় বেশ কয়েকটি চলচ্চিত্র দশক সিনেমা হলে টানতে ভূমিকা রেখেছে মানুষ আবার সিনেমা হলে গিয়ে সিনেমা গুলো দেখছে।
আর ও বলেন, সেই জন্য আবার চলচ্চিত্র অঙ্গনে সুবাতাস বইছে অনেকেই চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন।
সেই ধারাবাহিকতায় চিত্র পরিচালক রাজু আহাম্মেদ শুরু করতে যাচ্ছে তার প্রয়োজনা সংস্থা ব্লু জিনজার মাল্টিমিডিয়ার ব্যানারে নষ্ট গল্প ও স্বর্ণ কলি সমাজের বাস্তব বিষয় নিয়ে সাজানো নষ্ট গল্প আর গ্রামের সেই প্রকৃতির মনোরম আবেক জড়িয়ে সনাতন প্রেমের স্বর্ণ কলি।
তারকা বহুল এই দুই সিনেমা চলতি বছরের অক্টোবর মাসের শেষ থেকে শুটিং শুরু হবে।
রাজু আহাম্মেদ এর প্রথম চলচ্চিত্র ভূল ব্যাপকভাবে দেশ বিদেশে সুনাম অর্জন করেন।
এ টি এন বাংলার প্রয়োজনায় প্রেমের সিনেমা অসম প্রেম মুক্তির অপেক্ষায়।
ব্লু জিনজার মাল্টিমিডিয়ার ব্যানারে আরোও একটি চলচ্চিত্র তবুও তুমি আমার শুটিং চলছে
খুবই তারাতাড়ি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে বলে জানান এই চলচ্চিত্র নির্মাতা।