বিনোদন ডেস্ক: ‘সারেগামাপা’খ্যাত সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। রোববার সকালে এ গায়কের তৃতীয় মৌলিক গান ‘তামাশা’ প্রকাশ পেয়েছে। নোবেলের গানটি তার নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন। তবে যে গানের জন্য এত বিতর্ক তৈরি করলেন নোবেল, সেই গান প্রকাশের কয়েক ঘণ্টা পার না হতেই নজিরবিহীন ডিসলাইক পড়ছে! বেশিরভাগ শ্রোতা-দর্শকই গানটি পছন্দ করেননি।
ডিসলাইক ছাড়াও নোবেলের এ গানে হাজারও ‘বাজে’ মন্তব্য দিচ্ছেন শ্রোতা-দর্শকরা। রোববার বিকাল পর্যন্ত ইউটিউবে ‘তামাশা’ গানটি দেখা হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩২৭ বার। নোবেলের গাওয়া এই গানে ‘লাইক’ ছিল ১৫ হাজার আর ‘ডিজলাইক’ ৫৮ হাজার। এই গানে মন্তব্য ছিল ১৩ হাজারেরও বেশি। ধারণা করা হচ্ছে, ডিসলাইকে ২০১৮ সালে প্রকাশিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কণ্ঠে আলোচিত গান ‘পটাকা’র রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
এই তামাশা গানের মডেল তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমুল হাসান